বাংলাদেশ, রাজনীতি

সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে: সালাউদ্দিন আহমদ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৭ই জুলাই ২০২৫ ০৭:৩২:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাকে দলটির রাজনৈতিক অনভিজ্ঞতার ফল হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (১৭ই জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এই কথা বলেন।

 

সমাবেশে তিনি বলেন, এই সরকারের চূড়ান্ত ব্যর্থতার কারণেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। একটি অশুভ চক্র পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, যা দেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

 

তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট মহল নির্বাচন বানচালের জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট নির্দেশনা না দেওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তাদের বিষয়ে বর্তমান সরকারকে অবশ্যই সতর্ক থাকতে হবে।

 

সালাহউদ্দিন আহমেদ তার বক্তব্যে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্বাচন বিলম্বিত হতে পারে এমন যেকোনো ধরনের ইস্যু তৈরি করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানান। দেশের এই ক্রান্তিকালে জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। কোনোভাবেই যেন আমাদের ঐক্যে ফাটল না ধরে, সে জন্য সবাইকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে।

 

এই সমাবেশে যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

 

ডিবিসি/ এএমটি

আরও পড়ুন