আন্তর্জাতিক, অন্যান্য

সরকার গঠন থেকে সরে দাঁড়ালেন নেতানিয়াহু

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ২৩শে অক্টোবর ২০১৯ ০২:১৪:০৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবশেষে ইসরায়েলে সরকার গঠন থেকে সরে দাঁড়ালেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সরকার গঠন করতে পারছেন না বলে জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

প্রায় এক দশক নেতানিয়াহু ক্ষমতায়। গত এপ্রিল ও সেপ্টেম্বরে দু'দফায় অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। দুই দফা নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটির প্রেসিডেন্ট তাকে অন্য দলগুলোর সঙ্গে সমঝোতা করে সরকার গঠনের সময় বেঁধে দেন।

তবে নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় ব্যর্থ হন নেতানিয়াহু। ফলে এবারে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির বেনি গান্টজ সরকার গঠনের সুযোগ পেতে যাচ্ছে। সরকার গঠন করতে তার হাতে ২৮দিন সময় থাকবে। গান্টজ সরকার গঠনে ব্যর্থ হলে নতুন করে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন