বাংলাদেশ, রাজধানী

সরবরাহ সংকটের অজুহাতে এলপিজি সিলিন্ডারের বাজারে নৈরাজ্য

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে এলপিজি সিলিন্ডারের বাজারে চলছে চরম নৈরাজ্য। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত ১ হাজার ২৫৩ টাকার ১২ কেজির এলপিজি সিলিন্ডার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকায়। রান্নার মতো অতি প্রয়োজনীয় এই জ্বালানির লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম দুর্ভোগ ও ক্ষোভ প্রকাশ করেছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক দোকানেই এলপিজি গ্যাস নেই। বিক্রেতারা সংকটের সুযোগ নিয়ে নির্ধারিত দামের চেয়ে অনেক চড়া দামে গ্যাস বিক্রি করছেন। শুধু রাজধানী নয়, এই সংকট ছড়িয়ে পড়েছে পুরো দেশজুড়ে।

 

অন্যদিকে আমদানিকারকরা জানিয়েছেন, বৈশ্বিক সংকটের কারণে এলপিজি আমদানি প্রায় ৪০ শতাংশ কমেছে। তবে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশীদ দাবি করেছেন, আমদানি কমলেও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো দাম বাড়ায়নি এবং তারা কমিশনের বেঁধে দেওয়া দরেই গ্যাস বিক্রি করছেন। তিনি আরও জানান, এই সংকট কাটিয়ে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত এক মাস সময় লাগবে।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন