বিবিধ, লাইফস্টাইল

সর্দি-কাশি কমছেই না, কী করবেন?

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ৭ই জানুয়ারী ২০২৩ ০৬:০৮:৪৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঠান্ডা লাগলেই অনেকেরই মনে হচ্ছে করোনা হলো না তো! আশপাশে সবার মুখে শুধু জ্বর, সর্দিকাশির গল্প। তার উপর চিনের করোনা পরিস্থিতি নতুন করে চিন্তা বাড়াচ্ছে।

শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় খুসখুসে কাশি। বার বার জ্বর অনুভব হয়। সঙ্গে সর্দি, হাঁচি, কাশি তো আছেই। ঠান্ডা লাগা ছোঁয়াচে নয়। কিন্তু বাড়ির এক জনের হলে বাকিদেরও ভোগান্তি শুরু হয়ে যায়। 

শীতে এলেই গলাব্যথা, নাকবন্ধ, হালকা জ্বরে ভুগে অনেকেই । তবে চিকিৎসকরা করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হতে বারণ করছেন।

ঠান্ডা লেগেছে মানেই তা করোনা, ব্যাপারটি এমন নয়। সব জ্বর, কাশির কারণ কোভিড নয়। তেমনই ঠান্ডা লাগলেও তা গুরুত্ব না দেওয়ার কোনো মানেই নেই। ঠান্ডা লাগা এড়িয়ে যাওয়া মানেই আরো বেশি করে সমস্যাকে ডেকে আনা। তাই কোনো কারণে ঠান্ডা লাগলে এবং উপসর্গ দেখা দিতে শুরু করলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণেই ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা দেখা দেয়। তাই সবার আগে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপরে জোর দিন। তার জন্য ভরসা রাখতে পারেন ঘরোয়া একটি পানীয়ের উপর। 

যে বানাবেন সেই পানীয়-
একটি পাত্রে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিন। তাতে আধ কাপ পরিমাণ আদা গুঁড়া মিশিয়ে ফুটিয়ে নিন। জ্বর জ্বর ভাব এলে সারা দিন এই পানীয়টি একটু একটু করে খেতে থাকুন। দ্রুত চাঙ্গা হয়ে উঠবেন। ঠান্ডা লাগা কমানো ছাড়াও এই পানীয় হজম ক্ষমতা বাড়াতেও দারুণ সাহায্য করে। শীতকালে সুস্থ থাকতে আপনার সঙ্গী হতে পারে এই পানীয়।

দীর্ঘদিনের কাশি নিরাময়ে চিকিৎসকের পরামর্শে কফ সিরাপ (কফের প্রকারভেদে কফ সাপ্রেসেন্ট অথবা এক্সপেক্টোরেন্ট দেওয়া হয়), অ্যান্টিহিস্টামিন, কর্টিকোস্টেরয়েড, ডিকনজেস্ট্যান্ট ইনহেলার, অ্যাসিড ব্লকার বা ওমেপ্রাজল সেবন করতে পারেন। 

এছাড়া ঠান্ডায় সমস্যা হলে গোসলে হালকা গরম পানি ব্যবহার করুন। খুব ঠান্ডা পানি খাবেন না। গলা পরিষ্কার করতে এবং শ্লেষ্মা থেকে মুক্তি পেতে কুসুম গরম পানি লবণ দিয়ে কুলকুচি করুন।

তথ্য: আনন্দবাজার পত্রিকা’র। 

আরও পড়ুন