জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আজ শনিবার (২৩শে আগস্ট) তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবির জানিয়েছেন, ময়নাতদন্তের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সকাল ১০টার দিকে কাজ শুরু হবে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, শুক্রবার (২২শে আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ। পরে, নিহতের ছোট ভাই চিররঞ্জন সরকার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে এসে মরদেহটি শনাক্ত করেন।
কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান জানান, স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে জানালে তারা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। মরদেহের ছবি রমনা থানায় পাঠানো হলে নিখোঁজ সাংবাদিকের স্বজনরা তা দেখে পরিচয় শনাক্ত করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১শে আগস্ট) সকালে বিভুরঞ্জন সরকার তার মোবাইল ফোন ও ট্যাব ঢাকার সিদ্ধেশ্বরীর বাসায় রেখে বের হন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। তার ছেলে ঋত সরকার এ ঘটনায় রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। জিডিতে উল্লেখ করা হয়, তিনি অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হলেও সেখানে যাননি।
ডিবিসি/এনএসএফ