খেলাধুলা, ক্রিকেট

সাইফ-নাঈমের ফিফটিতে ঢাকার বড় সংগ্রহ

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১০ই ফেব্রুয়ারি ২০২৪ ০৩:১২:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসরে কেবল একটি জয়ই পেয়েছিল দুর্দান্ত ঢাকা। সেটি নিজেদের প্রথম ম্যাচে, প্রতিপক্ষ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর পরের গল্পে শুধুই হতাশা। পরবর্তী ছয় ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি ঢাকা। বিপিএলে আরেকবার কুমিল্লার মুখোমুখি হয়েছে দলটি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) টস জিতে আগে ব্যাট করতে নামে ঢাকা। ২০ ওভার শেষে চার উইকেট হারিয়ে দলটি স্কোরবোর্ডে জমা করে ১৭৫ রান।

 

শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। আল ইসলামের বলে ব্রুক গেস্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন চতুরাঙা ডি সিলভা। ১৩ বলে ১৪ রান করেন এই ওপেনার। এক উইকেট হারিয়ে ঘুরে দাঁড়ায় ঢাকা। একাধিক ক্যাচ মিসের মাশুল গুনতে হয়েছে কুমিল্লাকে। ওপেনার নাঈম শেখ ও দুইয়ে নামা সাইফ হাসান মিলে ১১৯ রানের জুটি গড়েন।

 

হাফসেঞ্চুরির দেখা পান নাঈম ও সাইফ দুজনই। ১৭তম ওভারে কুমিল্লাকে ব্রেক থ্রু এনে দেন ম্যাথু ফোর্ড। একই ওভারে জোড়া উইকেট এনে দেন দলকে। প্রথমে সাইফকে পরিণত করেন লিটন দাসের ক্যাচে। ৪২ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৭ রান করেন সাইফ। ওই ওভারের পঞ্চম বলে হিট উইকেট হন নাঈম। তার আগে ৪৫ বলে নয়টি চার ও এক ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন তিনি।

 

শেষ দিকে অ্যালেক্স রসের ১১ বলে অপরাজিত ২১ রানের ক্যামিও এবং মেহরাবের আট বলে ১১ রানে বড় দিয়ে ঢাকা পায় বড় সংগ্রহের দেখা। কুমিল্লার পক্ষে চার ওভারে ৩৫ রানে তিন উইকেট শিকার করেন ফোর্ড। ২৯ রান দিয়ে এক উইকেট পান আল ইসলাম।

 

ঢাকা একাদশ
তাসকিন আহমেদ (অধিনায়ক), সাইফ হাসান, আরাফাত সানি, মোহাম্মদ নাঈম, তাহজিবুল ইসলাম, মেহরব হাসান, চাতুরাঙ্গা ডি সিলভা, মোহাম্মদ ইরফান, আলেক্স রস ও আন্দ্রে ম্যাককার্থি।

 

কুমিল্লা একাদশ
লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, আলিস ইসলাম, মুস্তাফিজুর রহমান, রাইমন রেইফার, উইল জ্যাকস, ব্রুকর ডেভিড ও ম্যাথিউ ফর্ড।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন