আন্তর্জাতিক

সাইবেরিয়ায় গত বছর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ১৫ই ডিসেম্বর ২০২১ ১২:৫৭:১৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত বছর রাশিয়ার সাইবেরিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। পুরো গ্রীষ্মকালজুড়ে সাইবেরিয়া অঞ্চলে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রী সেলসিয়াস বেশি। এর প্রভাবে সেখানে দাবানল ও বরফ গলে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।

মঙ্গলবার জাতিসংঘের আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা এসব তথ্য জানিয়েছে।

১৮৮৫ সালে উত্তর মেরু অঞ্চলে প্রথম তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হয়। এরপরে ১৩৬ বছরের মধ্যে ২০২০ সালের ২০শে জুন, রাশিয়ার ভেরখোয়ান্সক শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। আর্কটিক অঞ্চলের ১১৫ কিলোমিটারের মধ্যে এটিই সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া গত বছর অ্যান্টার্কটিকা মহাদেশেও তাপমাত্রা সর্বোচ্চ ১৮ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস হয়।

জলবায়ু পরিবর্তন নিয়ে সতর্ক করতে জাতিসংঘের চরম আবহাওয়া বিষয়ক আর্কাইভে এসব তথ্য যুক্ত করল আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা। আর্কাইভটি বিশ্বের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টিপাত, সবচেয়ে ভারি শিলাবৃষ্টি, দীর্ঘতম শুষ্ক সময়কাল, সর্বাধিক দমকা হাওয়া, দীর্ঘতম বজ্রপাত এবং আবহাওয়া-সম্পর্কিত মৃত্যুর ঘটনাগুলি ট্র্যাক করে।

আরও পড়ুন