বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের জন্মদিন আজ (২৪ মার্চ)। ১৯৮৭ সালের আজকের দিনে মাগুরায় জন্মগ্রহণ করেন এই ক্রিকেটার। আজ ৩৭তম বসন্তে পা দিয়েছেন সাকিব।
২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সাকিব। এরপর ব্যাট-বল হাতে শাসন করেছেন ক্রিকেট বিশ্ব, ভেঙেছেন একের পর এক রেকর্ড। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হওয়ার কীর্তি গড়েন সাকিব। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ দলকে।
তবে ২০১৯ সালের বিশ্বকাপে যা করেছেন, তা রীতিমতো এক ইতিহাস। ব্যাট বল হাতে এক অন্য সাকিবকে দেখছিল ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১১টি উইকেট।
মাঠের বাইরে বেশকিছু বিতর্কে জড়ালেও তা পরোয়া করেন না সাকিব। মাঠের খেলায় ঠিকই এগিয়ে থাকেন সবার থেকে। শুধু দেশের ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেননি সাকিব। বিদেশি সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন সাকিব। সেখানেও করেছেন নিজের নামের প্রতি সুবিচার।
এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে টেস্টে ৬৬ ম্যাচে ১২১ ইনিংসে ব্যাট হাতে ৫ সেঞ্চুরিতে করেছেন ৪৪৫৪ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৩৩ উইকেট। আর একদিনের ক্রিকেটে ২৪৭ ম্যাচে ২৩৪ ইনিংসে ৯ সেঞ্চুরিতে ৭৫৭০ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩১৭টি উইকেট। আর টি-২০ তে ১১৭ ম্যাচে ১১৬ ইনিংসে ২৩৮২ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৪০টি উইকেট।
২০১২ সালের ১২ ডিসেম্বর সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঢাকার হোটেল রূপসী বাংলায় তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। বর্তমানে তিনি দু’টি কন্যাসন্তান এবং একটি পুত্রসন্তানের জনক। তার বড় মেয়ের নাম আলাইনা হাসান অব্রি এবং ছোট মেয়ের নাম ইররাম। ছেলের নাম ইজাহ আল হাসান।
২০২১ সালের ১৬ মার্চ তারিখে (বাংলাদেশ সময়) তৃতীয় সন্তানের বাবা হন সাকিব আল হাসান। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন তিনি।
ডিবিসি/আরপিকে