খেলাধুলা, ক্রিকেট

সাকিব এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ৭ই সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫১:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এশিয়া কাপের নতুন আসর শুরুর প্রাক্কালে ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে। এই একাদশে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিশেষজ্ঞদের দ্বারা নির্বাচিত এই দলে ভারত থেকে সর্বোচ্চ চারজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এছাড়া, শ্রীলঙ্কা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুইজন এবং আফগানিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার রয়েছেন।

 

স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের পাশাপাশি একাদশে আরও রয়েছেন পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি। দলের ব্যাটিং লাইনআপে ওপেনার হিসেবে আছেন শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে। তিন ও চার নম্বরে রয়েছেন ভারতের বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। দলের অধিনায়ক ও উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন ভারতের মহেন্দ্র সিং ধোনি, যিনি পাঁচ নম্বরে ব্যাট করবেন।

 

ছয় নম্বরে সাকিব আল হাসান এবং সাত নম্বরে শহীদ আফ্রিদির পর আট নম্বরে আছেন আফগানিস্তানের স্পিন জাদুকর রশিদ খান। দলের পেস আক্রমণে দায়িত্ব সামলাবেন পাকিস্তানের উমর গুল, ভারতের জাসপ্রিত বুমরাহ এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। দ্বাদশ ব্যক্তি হিসেবে দলে জায়গা পেয়েছেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল।

 

ইএসপিএন ক্রিকইনফোর এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ:

 

সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা। দ্বাদশ ব্যক্তি: সাঈদ আজমল।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন