বাংলাদেশ, রাজধানী

সাগর-রুনি হত্যা: ১২০ বারের মতো পেছাল প্রতিবেদন দাখিলের সময়

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ১১ই আগস্ট ২০২৫ ০৬:৫০:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ মোট ১২০ বার পেছানো হলো।

বুধবার (১১ই আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় আগামী ১৪ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেছেন।

 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ঢাকার বাসায় নৃশংসভাবে খুন হন। এই ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

প্রথমে মামলার তদন্তের দায়িত্ব ছিল শেরেবাংলা নগর থানার এক উপপরিদর্শকের (এসআই) উপর। এর চার দিন পর মামলার তদন্তের ভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়। ডিবি দুই মাসের বেশি সময় ধরে তদন্ত করেও কোনো কূলকিনারা করতে পারেনি। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে সেই বছরের ১৮ এপ্রিল মামলাটির তদন্তের দায়িত্ব র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। সেই থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হচ্ছে।

 

এই মামলার আসামিরা হলেন: রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম (অরুণ), আবু সাঈদ, নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল, এনায়েত আহমেদ এবং তাদের 'বন্ধু' তানভীর রহমান খান। আসামিদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে আছেন, বাকিরা আছেন কারাগারে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন