বিবিধ

সাজগোজে রিমার্কের দেশীয় ব্র্যান্ডের যাত্রা শুরু

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর ২০২৫ ০১:১৫:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের শীর্ষস্থানীয় বিউটি ও পার্সোনাল কেয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সাজগোজ’-এ এখন থেকে পাওয়া যাবে রিমার্কের চারটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড। সম্প্রতি এক ঘোষণার মাধ্যমে সাজগোজ এই অংশীদারিত্বের কথা জানায়। এর ফলে রিমার্কের জনপ্রিয় ব্র্যান্ড লিলি, নিওর, ম্যাক্সবিউ এবং হারল্যান-এর পণ্যগুলো সহজেই উপভোগ করতে পারবেন সারা দেশের সৌন্দর্যপ্রেমীরা।

সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এই ব্র্যান্ডগুলো বিশ্বমানের গুণগত মান বজায় রেখে আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্য রাখে। সাজগোজের মাধ্যমে দেশীয় গ্রাহকদের কাছে সুলভ মূল্যে আন্তর্জাতিক মানের সৌন্দর্যচর্চার অভিজ্ঞতা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

 

এই কোলাবোরেশানকে বাংলাদেশি ব্র্যান্ডের বিশ্ববাজারে প্রতিযোগিতা করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রিমার্ক ইউএসএ-এর কর্মকর্তারা। তারা এই যাত্রাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন।

 

সাজগোজের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ফারহানা এ. প্রীতি এই অংশীদারিত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমরা এই কোলাবোরেশান নিয়ে খুবই আনন্দিত। লিলি, নিওর, ম্যাক্সবিউ এবং হারল্যানের মতো মানসম্পন্ন ব্র্যান্ডগুলো প্রমাণ করেছে যে, বাংলাদেশি পণ্যও বিশ্বমানে প্রতিযোগিতা করতে সক্ষম।”

 

তিনি আরও যোগ করেন, “ভবিষ্যতে সাজগোজের গ্রাহকদের জন্য এই ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে বিভিন্ন আকর্ষণীয় অফার ও বিশেষ চমক অপেক্ষা করছে।”

 

এই অংশীদারিত্বের ফলে দেশের বিউটি ইন্ডাস্ট্রিতে দেশীয় ব্র্যান্ডের প্রসার আরও বাড়বে এবং গ্রাহকরা সহজেই নিজেদের পছন্দের পণ্য হাতের নাগালে পাবেন বলে আশা করা হচ্ছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন