সাতক্ষীরার তালায় নিজ কর্মস্থলের সামনে শরিফুল গাজী (৩৮) নামে এক মাদরাসা শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা হামলাকারী রাজু গাজীকে (৩৬) গণপিটুনি দিলে তারও মৃত্যু হয়।
রবিবার (২০শে জুলাই) বিকেলে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এ নির্মম ঘটনা ঘটে।
নিহত শিক্ষক শরিফুল গাজী হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে। তিনি শাহাপুর দাখিল মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। হামলাকারী রাজু গাজী একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে এবং তাকে মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্র ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, রবিবার বিকেলে রাজু গাজী শিক্ষক শরিফুলকে ডেকে মাদরাসার সামনে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কিছু বুঝে ওঠার আগেই রাজু তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে শরিফুলকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন ওই শিক্ষক।
শিক্ষকের চিৎকার শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে হামলাকারী রাজু গাজীকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।
খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ওসি জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
ডিবিসি/আরএসএল