বাংলাদেশ, জেলার সংবাদ

সাতক্ষীরায় চিনির বদলে পিঠায় দেয়া হলো কীটনাশক!

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খাওয়ায় একই পরিবারের ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩শে নভেম্বর) বিকালে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি আইয়ুব খানের ভাষ্য অনুযায়ী, গতকাল দুপুরে বাড়িতে মেহমান থাকায় তাদের পিঠা তৈরি করা হয়েছিল। এ সময় তার মেয়ে আকলিমা ভুলবশত চিনির পরিবর্তে ঘরে থাকা ধানক্ষেতে ব্যবহারের দানাদার বিষ পিঠা তৈরীর কাজে ব্যবহার করে। খাওয়ার সময় ভিন্ন গন্ধ এবং মুখে বালি অনুভূত হয়। পরে বিষয়টি নিশ্চিত হয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হয়েছেন। 

 

অসুস্থ হয়ে পড়া সদস্যরা হলো মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), অজিহা (১৮ মাস), শারমিন (২৩), মিতা(৩৫), উম্মে হাবিবা (২১ মাস), আইয়ুব খান (৬৫) ও সাঈদ হোসেন (৫০)।

 

মঙ্গলবার (২৪শে নভেম্বর) দুপুরে তারা সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন