সাতক্ষীরার সদর উপজেলায় টমেটো ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার শিবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন- শিবপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং শিয়ালডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলামের টমেটো ক্ষেতে ইঁদুর ও শিয়ালের উপদ্রব ঠেকাতে চারপাশের ঘেরার সাথে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিলো। শনিবার (৩১ জানুয়ারি) সকালে নিজের ক্ষেতে টমেটো তুলতে গেলে অসাবধানতাবশত সেই ঘেরার সাথে মনিরুলের পা আটকে যায়। তাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচাতে এগিয়ে আসেন পার্শ্ববর্তী ঘের মালিক আব্দুর রহিম। এ সময় তিনিও বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজেদের ক্ষেতে দেওয়া বৈদ্যুতিক ফাঁদই এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/টিবিএ