সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এর অনুমোদন দেয়া হয়।
এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সাত কলেজের অধিভুক্তি বাতিলের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সিন্ডিকেট সভায়ও তা বহাল রাখা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে সাত কলেজের ভর্তি কার্যক্রম চলবে না। তবে, আগের ভর্তি হওয়া সব শিক্ষার্থীর পরীক্ষা আয়োজনে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২০১৭ সালে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ ও বাঙলা কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল।
ডিবিসি/এএনটি