বিনোদন, বলিউড

সানি লিওনের অনুষ্ঠান কেন্দ্রের কাছে বিস্ফোরণ

বিনোদন ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৬:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬.৩০। ভারতের মণিপুরের ইমফলের হাত্তা কাংজেইবুং এলাকা কেঁপে উঠল বিস্ফোরণের শব্দে। ৫ ফেব্রুয়ারি এখানকার একটি ফ্যাশন শোতে উপস্থিত থাকার কথা আছে সানি লিওনের। সেই অনুষ্ঠানের মাত্র একদিন আগেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল।

এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কোনও আতঙ্কবাদী দলের তরফে এই ঘটনার দায়ভারও স্বীকার করা হয়নি। 

কোথা থেকে এই বিস্ফোরণ ঘটল, সেটা জানা যায়নি। কোনও এক্সপ্লোসিভ ডিভাইস রাখা ছিল নাকি গ্রেনেড থেকেই এমন ঘটনা ঘটল; সেটা এখনও বোঝা যায়নি।

যেখানে সানি লিওনের যাওয়ার কথা, সেই স্থান থেকে মাত্র ১০০ মিটার দূরে এই বিস্ফোরণ ঘটেছে।

'কোটেশন গ্যাং' নামক একটি ছবির শ্যুটিংয়ে বর্তমানে ব্যস্ত আছেন সানি লিওন। এই ছবির শ্যুটিং করতে গিয়েই কিছুদিন আগে চোট পেয়েছিলেন অভিনেত্রী। সেটারই ভিডিও বানিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি।

তার এই আঘাতের কথা সমস্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সানি। তিনি তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'আমার টিম আমায় বেশি ভয় পাইয়ে দেয়।'

অভিনেত্রী যে ভিডিও পোস্ট করেছিলেন, সেখানে দেখা যায় তার পা কেটে গিয়েছে। শ্যুটিং করতে গিয়ে পায়ের বুড়ো আঙুলের অনেকটাই কেটে যায় তার। শুধু কেটে যায় এমনটাই নয়, রীতিমতো রক্ত বেরোতে থাকে।

তিনি সেটার একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে তাকে তার কস্টিউমে দেখা যায়। তার গোটা টিম তাকে নিয়ে এই অবস্থায় ব্যস্ত হয়ে পড়ে এবং সাহায্য করতে ছুটে আসে। তারা এই ক্ষতটার একটা প্রাথমিক ড্রেসিং করিয়ে দেন।

আরও পড়ুন