খেলাধুলা, ফুটবল

সান্তোসের জার্সিতে ক্যারিয়ারের সবচেয়ে লজ্জাজনক হার নেইমারের

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই আগস্ট ২০২৫ ১০:২০:১৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাজিলিয়ান লিগ ব্রাসিলেইরাওতে ছিল নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে লজ্জাজনক অধ্যায়। সান্তোসের এই মহাতারকা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে কোনো আনুষ্ঠানিক ম্যাচে এত বড় গোল ব্যবধানে হারের সম্মুখীন হননি।

রবিবার (১৭ই আগস্ট) মোরুম্বিস স্টেডিয়ামে ভাস্কোর কাছে সান্তোসের ৬-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে তার দল।


ম্যাচ শেষে স্টেডিয়ামের মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হন নেইমার। তার চোখেমুখে ছিল স্পষ্ট হতাশা এবং ক্ষোভ। বিধ্বস্ত অবস্থায় এই স্ট্রাইকার সতীর্থদের প্রতি তার অসন্তোষ প্রকাশ করে কঠোর হুঁশিয়ারি দেন।

ক্ষুব্ধ নেইমার বলেন, "এইভাবে খেলার জন্য (দলে) আসলে, পরেরবার থেকে আর মাঠে আসারই দরকার নেই।"

 

এই একটি বাক্যেই দলের পারফরম্যান্স নিয়ে তার চরম হতাশা ফুটে ওঠে। এই ম্যাচের আগে নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার ছিল ৪–০ গোলের। ২০১১ সালে সান্তোসে খেলার সময় বার্সেলোনার বিপক্ষে (ক্লাব বিশ্বকাপের ম্যাচ) এবং ২০১৭ সালে বার্সেলোনায় খেলার সময় পিএসজির বিপক্ষে (চ্যাম্পিয়নস লিগে) এমন হারের স্বাদ পেয়েছিলেন তিনি।

 

কিন্তু আজ সেই দুই হারও পেছনে পড়ে গেল। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিল জার্মানির কাছে ৭–১ গোলে বিধ্বস্ত হলেও সে ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন