খেলাধুলা, ক্রিকেট

অনূর্ধ্ব-১৭ সাফ ফাইনালে সন্ধ্যায় ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৭শে সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫০:১৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা দুই বছর সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে পরাজয়ের গ্লানি কাটিয়ে আবারও শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ।

উপমহাদেশের এই দুই প্রতিবেশী দেশ শনিবার (২৭শে সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে সাফ বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টের দশম আসরের ফাইনালে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে।

 

টুর্নামেন্টে দাপটের সঙ্গে ফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলঙ্কাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর সেমিফাইনালে দলটি পাকিস্তানকে ২-০ গোলে পরাজিত করে।

 

অন্যদিকে, ছয়বারের চ্যাম্পিয়ন ভারত তাদের গ্রুপের সব ম্যাচে জয়ী হয়ে এবং সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। গত দুই আসরের ফাইনালে ভারতের কাছে হেরে বাংলাদেশ, এবার তৃতীয়বারের মতো প্রতিশোধের সুযোগ পেয়েছে।

 

শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) ম্যাচ পূর্ব এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন স্পষ্টভাবে জানিয়ে দেন, তার দল জয়ের জন্যই মাঠে নামবে। তিনি বলেন, ছেলেরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, ঐক্যবদ্ধ থাকে, তাহলে আমাদের বিরাট সুযোগ আছে।

 

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল দেশবাসীর দোয়া কামনা করে বলেন, আমরা ভালো পারফর্ম করে ফাইনালে উঠেছি। সমর্থকরা আমাদের সাপোর্ট করেছেন, আমরা তাদের প্রত্যাশা পূরণের জন্য মাঠে নামবো। ভারত শক্তিশালী দল হলেও আমরা আমাদের লক্ষ্য পূরণে দৃঢ়প্রতিজ্ঞ।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন