বিবিধ

সাবস্ক্রিপশনপ্রো-তে লাইটক্যাসল পার্টনার্স-এর বিনিয়োগ!

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

শনিবার ১৭ই মে ২০২৫ ০৭:৩৪:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লাইটক্যাসল পার্টনার্স, একটি শীর্ষস্থানীয় ম্যানেজমেন্ট কনসালটিং প্রতিষ্ঠান, সাবস্ক্রিপশনপ্রো-তে বিনিয়োগ করেছে! সম্প্রতি এই বিনিয়োগ স্বাক্ষর অনুষ্ঠানটি লাইটক্যাসেল পার্টনার্স-এর বাংলাদেশ অফিসে অনুষ্ঠিত হয়।

শনিবার (১৭ই মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই বিনিয়োগ সাবস্ক্রিপশনপ্রোকে আরও এগিয়ে নিয়ে যাবে, যার লক্ষ্য হলো সারা বিশ্বের SaaS ব্যবসার জন্য সাবস্ক্রিপশনে সাশ্রয় সহজ করে তোলা।


সংশ্লিষ্টরা বলেন, লাইটক্যাসল-এর কৌশলগত অন্তর্দৃষ্টি ও বিনিয়োগের সহায়তায়, আমরা আমাদের প্ল্যাটফর্মকে সহজ এবং সেবার পরিসর বাড়াতে যাচ্ছি—যার মধ্যে রয়েছে Google Workspace, Microsoft 365, Zoom, Adobe, ClickUp, AI Tools এবং আরও অনেক কিছু—এবং আমাদের ব্যবহারকারীদের জন্য আরও বেশি সাস টুলসে সাশ্রয়ে প্রদানে কাজ  করব। আমাদের প্লাটফর্মটি আপনাকে সাবস্ক্রিপশন সহজে ম্যানেজ করতে, স্বয়ংক্রিয়ভাবে রিনিউ করতে এবং উল্লেখযোগ্য সাশ্রয় করতে সাহায্য করবে।

 

সাবস্ক্রিপশনপ্রো-এর প্রতিষ্ঠাতা ও সিইও রাসেল রানা বলেন, “লাইটক্যাসল পার্টনার্সের এই ইনভেস্টমেন্ট আমাদের জন্য শুধু ফান্ডিং না; এটি এমন একটি টীমের সাথে কাজ করার সুযোগ, যারা আমাদের ভিশন এবং লক্ষ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তাদের স্ট্র্যাটেজিক ইনসাইটস আমাদের পরবর্তী ধাপে নিয়ে যেতে সাহায্য করবে এবং এর মাধ্যমে আমরা এখন আরও নতুন SaaS সল্যুশন যুক্ত করতে পারব, প্ল্যাটফর্মকে আরও উন্নত করতে পারব এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও প্রবেশের পথে এগিয়ে যাব।”

আরও পড়ুন