বাংলাদেশ, জেলার সংবাদ

সাবেক এমপির ছেলে অধ্যক্ষ আরিফ বেতন নেন ঢাকায় বসে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়ার দৌলতপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আরিফ উদ্দিন আহমেদ, যিনি আওয়ামী লীগের সাবেক এমপি আফাজ উদ্দিনের ছেলে, তিনি ঢাকায় বসেই বেতন-ভাতা উত্তোলন করেন।

তথ্য অনুযায়ী, ২০১৮ সালে কলেজ জাতীয়করণের পর এই ৭ বছরে অধ্যক্ষ আরিফ কলেজে গেছেন মাত্র একদিন! তার পথ অনুসরণ করে তার খালু শ্বশুর, অর্থনীতি বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলমও ঢাকায় থেকেই সুযোগ-সুবিধা নিচ্ছেন।

 

শুধু তাই নয়, অধ্যক্ষ আরিফ নানা সময়ে অন্যদের হুমকিও দেন বলে অভিযোগ উঠেছে। একই অবস্থা চলছে দৌলতপুর কলেজেও। সেখানকার অধ্যক্ষ সাদিকুজ্জামান সুমন মালয়েশিয়া থেকে বেতন নিচ্ছেন।

 

আরিফ উদ্দিন আহমদ ২০০৫ সালে দৌলতপুর সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। ২০০৮ সালে তার পিতা আফাজ উদ্দিন আহমেদ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তার দাপট বেড়ে যায় এবং সে সময় থেকেই তিনি কলেজে অনিয়মিত। ঢাকায় বসে বেতন-ভাতা নেওয়ার পাশাপাশি তিনি কলেজের শিক্ষকদের নানাভাবে হয়রানি করছেন।

 

সম্প্রতি বেতন আটকে দেওয়ায় অধ্যক্ষ আরিফ কলেজের প্রশাসনিক কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পদক্ষেপ নিচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

 

এই তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর সরকারি মহিলা কলেজের আয়ন-ব্যয়ন কর্মকর্তা ইস্রাফীল হোসেন।

 

অন্যদিকে, দৌলতপুর কলেজের অধ্যক্ষ সাদিকুজ্জামান সুমন ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পলাতক। তাকে শোকজ করা হলেও তিনি জবাব দেননি।

 

জানা গেছে, ব্যাংক থেকে বেতন তোলা হলেও তিনি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। এই তথ্য জানিয়েছেন দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম।

 

কুষ্টিয়ার দৌলতপুরে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে এই দুই অধ্যক্ষকে অপসারণের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানে কর্মরতরা।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন