বাংলাদেশ

সাবেক এমপি শাম্মী কেন গ্রেপ্তার হচ্ছেনা; এনসিপি নেতা শিশিরের প্রশ্ন

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে জুলাই ২০২৫ ১১:৫৮:০৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। সোমবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ প্রশ্ন করেন। শিশির তাঁর পোস্টে লেখেন, "হত্যা মামলার আসামি লীগের এমপি শাম্মীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এর খুঁটির জোর কোথায়? চাঁদাবাজির জন্য গ্রেপ্তারকে সাধুবাদ। হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার না করায় নিন্দাবাদ।"

এই প্রসঙ্গের সূত্রপাত হয় গত শনিবার (২৬শে জুলাই) সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে। এদিন সন্ধ্যায় শাম্মী আহমেদের গুলশানের বাসায় ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং হুমকি দিয়ে ১০ লাখ টাকা আদায়ও করে।

 

এই ঘটনার পর অভিযুক্তদের তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চাঁদাবাজির এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং চাঁদার অর্থ ঊর্ধ্বতন কারও কাছে যেত কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

 

শাম্মী আহমেদ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও দ্বৈত নাগরিকত্বের কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। পরবর্তীতে তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৭ সাল থেকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দ্বাদশ জাতীয় সংসদের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন।

ডিবিসি/এমএআর

আরও পড়ুন