বাংলাদেশ, অপরাধ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গ্রেপ্তার

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৪শে জুলাই ২০২৫ ১১:৩৮:৪৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়ে বহুল আলোচিত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪শে জুলাই) ভোরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের কারণ বা কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিচারপতি খায়রুল হক বাংলাদেশের বিচার ও রাজনৈতিক অঙ্গনে একজন অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। তার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেয়, যার ফলে দেশের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়। এই রায়টি দেশের রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলে এবং ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

 

এছাড়া, কর্মজীবনে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক নন বলেও একটি রায় দিয়েছিলেন, যা নিয়েও রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক রয়েছে।

 

প্রধান বিচারপতির পদ থেকে অবসরের পর বিচারপতি খায়রুল হক টানা ১০ বছর আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছর, অর্থাৎ ২০২৪ সালের ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি অনেকটা লোকচক্ষুর আড়ালে চলে যান।

 

উল্লেখ্য, গত বছরের ১৮ই আগস্ট একজন আইনজীবী তার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে একটি মামলার আবেদন করেছিলেন, তবে আদালত সেই আবেদনটি খারিজ করে দেয়।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন