দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্টদের ২৬টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। শেয়ার হিসেবে এই অ্যাকাউন্টগুলোতে মোট ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকা জমা রয়েছে।
আজ বুধবার (৯ই জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. মশিউর রহমান আদালতে এই বিও অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার জন্য আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে এবং অবৈধভাবে অর্জিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর রোধ করতে বিও অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
আদালত শুনানি শেষে বিও অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার আদেশ দেন, যা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের ফলে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্টরা এসব অ্যাকাউন্টে থাকা শেয়ার বিক্রি, হস্তান্তর বা অন্য কোনো উপায়ে লেনদেন করতে পারবেন না।
ডিবিসি/ এইচএপি