বাংলাদেশ, রাজধানী

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৮শে আগস্ট ২০২৫ ১২:৫৬:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮শে আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে তাঁকে আটক করা হয়।

 

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরির পর লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে।

 

সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি আসেননি।

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন