আন্তর্জাতিক, আমেরিকা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৯শে মে ২০২৫ ০৮:২৯:৪০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা ইতিমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সময় রবিবার (১৮ই মে) এ তথ্য নিশ্চিত করেছে তার কার্যালয়।

 

গত সপ্তাহে ৮২ বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর গত শুক্রবার তার প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়।

 

এদিকে ক্যানসার শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন বাইডেন। এ সংবাদে সহানুভূতি দেখিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোষ্টের মাধ্যমে তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বাইডেনের সুস্থতা কামনা করেন।

 

ডিবিসি/ রাসেল

আরও পড়ুন