খেলাধুলা, ক্রিকেট

সাবেক লঙ্কান অধিনায়ক ধামিকা নিরোশানাকে গুলি করে হত্যা

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১৭ই জুলাই ২০২৪ ০৪:২৭:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ধামিকা নিরোশানা অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্ত্রী এবং দুই সন্তান নিরাপদ আছেন। ঘটনার সময় তারা এই সাবেক ক্রিকেটারের সামনেই ছিলেন। তবে কী কারণে এমন হামলা চালানো হলো তার ওপর, তা জানা সম্ভব হয়নি।

মঙ্গলবার রাতে শ্রীলঙ্কার আমবালানগোদা এলাকায় নিজ বাড়ির সামনেই একটি ১২-বোর ফায়ারআর্মের গুলিতে নিহত হন সাবেক এই ক্রিকেটার। লঙ্কান পুলিশের বক্তব্য, ঘটনার হোতাকে শনাক্তের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

২০০৪ সালে নিজের ক্যারিয়ার পুরোপুরি বিকশিত হওয়ার আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন ধামিকা নিরোশানা। মূলত ছিলেন একজন ফাস্ট বোলার। তবে ব্যাট হাতেও বেশ ভালোই ছিলেন তিনি। ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ দলে তার অভিষেক হয়। অধিনায়ক হন ২০০২ সালে এসে।

জাতীয় দলের হয়ে কখনও না খেললেও শ্রীলঙ্কার একাধিক তারকা খেলেছিলেন তারই অধীনে। অ্যাঞ্জেলো ম্যাথিউস, উপুল থারাঙ্গা আর ফারভিজ মাহরুফ তারই অধীনে অনূর্ধ্ব-১৯ এবং প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন।

সবমিলিয়ে অনূর্ধ-১৯ দলের বাইরে গল ক্রিকেট ক্লাবের হয়ে ১২টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৮টি লিস্ট এ ম্যাচ খেলেছিলেন নিরোশানা। সেই সময়েই ব্যাট হাতে ৩০০ রান আর বল হাতে পেয়েছিলেন ১৯ উইকেট। ২০০০ সালে অভিষেকের পর থেকে খেলেছেন একাধিক যুব পর্যায়ের ওয়ানডে এবং টেস্ট ম্যাচ।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন