বাংলাদেশ, জেলার সংবাদ

সাভারে টায়ার পুড়িয়ে তেল তৈরির ৫টি অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকার সাভারের ভাকুর্তা এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর কালো ধোঁয়া সৃষ্টি করে পুরাতন টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির অভিযোগে ৫টি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম।

 

অভিযান চলাকালে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের কোনো প্রকার ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে এসব কারখানা স্থাপন করা হয়েছে। সেখানে পুরাতন টায়ার পুড়িয়ে ফার্নেস তেল উৎপাদনের প্রক্রিয়ায় মারাত্মকভাবে পরিবেশ ও বায়ু দূষণ হচ্ছিল। দূষণের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ওই ৫টি কারখানার বয়লার ও যাবতীয় স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয় এবং কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেয়।

 

তবে অভিযানের সময় কারখানাগুলোতে মালিকপক্ষ বা দায়িত্বশীল কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত না থাকায় কাউকে আটক করা বা তাৎক্ষণিক কোনো দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম জানান, পরিবেশ দূষণকারী এবং ছাড়পত্রবিহীন এসব অবৈধ কারখানার বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। 

 

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন