বাংলাদেশ, অপরাধ, রাজধানী

সাভারে পরিত্যক্ত ভবনে ৬ মাসে ৫ মরদেহ; সিসিটিভি ফুটেজে দেখা মিললো হত্যাকারীর

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভবনটি যেন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গত ৬ মাসে এই একই স্থান থেকে ৫টি মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সবশেষ রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে ওই ভবন থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধারের পর তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যেই একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে, যেখানে হত্যাকারীর গতিবিধি ধরা পড়েছে।

 

১৮ জানুয়ারি ভোর ৩টার দিকের ওই ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পিঠে করে মরদেহসদৃশ ভারী কিছু বহন করে ভবনটিতে নিয়ে যাচ্ছে। এই ফুটেজ এবং ঘটনাস্থল থেকে প্রাপ্ত বিভিন্ন আলামত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকারীকে শনাক্তের জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

 

ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে আটকের খবর পাওয়া গেলেও পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে এখনো যাচাই-বাছাই করছে। তদন্ত শেষেই হত্যাকারীর প্রকৃত পরিচয় ও ঘটনার রহস্য সম্পর্কে নিশ্চিত তথ্য জানানো হবে।

 

রবিবার উদ্ধার করা মরদেহ দুটি আগুনে এতটাই ঝলসে গেছে যে তাদের চেনার উপায় নেই। পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে ঘটনাস্থল পরিদর্শনকারী সিআইডি দল। 

 

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাস থেকে এখন পর্যন্ত এই পরিত্যক্ত ভবনটি থেকে মোট ৫টি মরদেহ উদ্ধার করা হলো। বারবার একই স্থানে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে সিসিটিভি ফুটেজকেই এখন প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে পুলিশ।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন