বাংলাদেশ, রাজধানী

সাভারে ভবঘুরে বেশে সিরিয়াল কিলারের ৬ খুন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাভারের একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার ভবনে গত ছয় মাসে একের পর এক ছয়টি খুনের ঘটনা ঘটেছে। অবশেষে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ভবঘুরে বেশে থাকা সন্দেহভাজন সিরিয়াল কিলার ‘সম্রাট’কে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক সম্রাটই ভবঘুরের ছদ্মবেশে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে।

পরিত্যক্ত ওই ভবনের নির্জন কক্ষে ছয়টি মরদেহ পাওয়া যায়, যার মধ্যে দুটি পোড়া এবং বাকিগুলো নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ছয়টি মরদেহের মধ্যে পাঁচটিরই পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। 

 

স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন এক নারীর ভাগ্য নিয়েও শঙ্কায় রয়েছেন। ভবনটির আশপাশে সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান থাকা সত্ত্বেও নিরাপত্তার অভাবে এমন ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, রবিবার রাতে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজনকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উপ-পরিচালক শুভাশীষ কুমার চ্যাটার্জী বলেন, পারিবারিক ও সামাজিক অবক্ষয় থেকেই অপরাধীরা ধাপে ধাপে এমন নৃশংস হয়ে ওঠে। এই ঘটনায় সাভারবাসীর মধ্যে তীব্র নিরাপত্তা শঙ্কা বিরাজ করছে।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন