অর্থনীতি

সামিটের আজিজ খানকে দুদকের তলব

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জিজ্ঞাসাবাদে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানকে হাজির হতে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তাকে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে নোটিস পাঠানো হয়েছে।

একই সঙ্গে সামিট গ্রুপের শেয়ার হস্তান্তর সংক্রান্ত সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্রও চেয়েছে দুদক। সোমবার (২৬ জানুয়ারি) সংস্থার উপপরিচালক মো. আকতারুল ইসলাম তলবি চিঠি পাঠানোর বিষয়টি সাংবাদিকদের জানান।

 

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আজিজ খানের দেশে আসার খবর পাওয়া যায়নি। সিঙ্গাপুরের নাগরিকত্ব নেওয়া আজিজ খান দীর্ঘদিন থেকে সেই দেশে বসবাস করে আসছেন।

 

আজিজ খানকে জিজ্ঞাসাবাদে দুদকের নোটিসে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।


সামিট গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে ‘ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের’ অভিযোগ অনুসন্ধান করছে। এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আজিজ খানকে জিজ্ঞাসাবাদের নোটিস পাঠিয়েছে সংস্থাটি।

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন