বেশ কিছুদিন ধরেই নরসিংদীর পাইকারি ও খুচরা বাজারে প্রায় অধিকাংশ নিত্যপণ্যের দাম উর্ধ্বমুখী। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
এদিকে রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে অধিকাংশ সবজির দাম।
শুক্রবার নরসিংদী শহরের ব্রাহ্মন্দী কাঁচাবাজারে দেখা গেছে, অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে চড়া মূল্যে। কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। চাল-ডালের বাজার স্বাভাবিক থাকলেও কেজি প্রতি ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়।
অন্যদিকে, রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে অধিকাংশ সবজি ও কাঁচামরিচের দাম। তবে দাম কমেছে পেঁয়াজ ও মুরগির ডিমের। এছাড়াও, মাছ-মাংস ও চাল-ডালসহ অন্যান্য পণ্যের দর অপরিবর্তিত রয়েছে।
ডিবিসি/ এইচএপি