বাংলাদেশ, বিবিধ, স্বাস্থ্য, ডেঙ্গু

সারা দেশে জ্বর-সর্দি-কাশির প্রকোপ, রোগ নির্ণয়ে সংকট

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা আগস্ট ২০২৫ ০৯:০১:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সারা দেশেই জ্বর, সর্দি-কাশির মারাত্মক প্রকোপ দেখা দিয়েছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড এবং মৌসুমি জ্বরে আক্রান্ত হচ্ছে বহু মানুষ। চিকিৎসকরা জানাচ্ছেন, সাধারণ ভাইরাস ও শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত জ্বরে আক্রান্তের সংখ্যাই সবচেয়ে বেশি। তবে সব ধরনের জ্বরের উপসর্গ প্রায় একই রকম বা কাছাকাছি হওয়ায় রোগ নির্ণয় ও চিকিৎসা দিতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা। তাই হালকা উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে ঘরে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

রাজধানীর বিভিন্ন হাসপাতালে জ্বরের রোগীর ভিড় বেড়েছে। মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালে ৭ মাসের বাচ্চাকে নিয়ে এসেছেন ৭ তলা বস্তির বাসিন্দা জসিমউদ্দিন। তার মতো অনেকেই তীব্র জ্বরে কাবু হয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন। মশার প্রজনন মৌসুম হওয়ায় ডেঙ্গু আতঙ্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বর, গলা ব্যথা, কাশি ও দুর্বলতা নিয়ে আসা রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে বলে জানান ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালের পরিচালক কর্নেল ডা. তানভীর আহমেদ।

 

চলতি বছরে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটেছে জুলাই মাসে, যেখানে এক মাসেই আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। বছরের বাকি ছয় মাসে মোট আক্রান্তের সংখ্যা ছিল বিশ হাজার।

 

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, একসঙ্গে একাধিক ভাইরাস ছড়াচ্ছে এবং একটির উপসর্গের সঙ্গে অন্যটির উপসর্গ মিলে যাওয়ায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ পরিস্থিতিতে রোগীদের স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন