বাংলাদেশ, রাজনীতি

সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন ভবনে বিএনপির প্রতিনিধিদল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ এবং গণভোটসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত নির্বাচন ভবনে প্রবেশ করে। নবনিযুক্ত সিইসির সঙ্গে এটি বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক বৈঠক।

 

আলোচনার সম্ভাব্য বিষয়বস্তু দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব বা দাবি উত্থাপন করা হতে পারে। এর মধ্যে রয়েছে, পোস্টাল ব্যালটের নকশা পরিবর্তন, এখনও বিতরণ করা হয়নি এমন পোস্টাল ব্যালট সংশোধন, প্রয়োজনে নির্দিষ্ট কিছু পোস্টাল ব্যালট বাতিল করা।

 

ব্যালট পেপার নিয়ে আপত্তি এর আগে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ব্যালট পেপারে দলীয় প্রতীকের অবস্থান নিয়ে অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি অনুযায়ী, ‘ধানের শীষ’ প্রতীকটি উদ্দেশ্যমূলকভাবে ব্যালট পেপারের ঠিক মাঝখানে রাখা হয়েছে, যা ভাঁজ করলে সহজে নজরে আসে না। আজকের বৈঠকে এখনও পাঠানো হয়নি এমন ব্যালট পেপারগুলো সংশোধনের জন্য প্রতিনিধি দলটি জোরালো দাবি জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

নির্বাচন কমিশন এবং বিএনপির এই বৈঠকের সিদ্ধান্তের ওপর পরবর্তী নির্বাচনী প্রক্রিয়ার অনেক কিছু নির্ভর করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন