প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার কমিশনারসহ সকল নির্বাচনি কর্মকর্তা ও সারা দেশের নির্বাচনি অফিসের নিরাপত্তা চেয়ে পুলিশ হেডকোয়ার্টার্সকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ১১ই ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সার্বিক নিরাপত্তা চেয়ে আলাদা তিনটি চিঠি দেওয়া হয়। চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসারদের সার্বক্ষণিক নিরাপত্তায় গানম্যান নিয়োগের জন্য সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে সিইসি, নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবের সার্বিক নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের জন্য অতিরিক্ত একটি গাড়িসহ পুলিশ এসকর্ট এবং কমিশনার ও সিনিয়র সচিবের বাসভবন ও অফিস যাতায়াতে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, সারা দেশের আঞ্চলিক, জেলা ও উপজেলা-থানা নির্বাচন অফিসের নির্বাচনি সরঞ্জাম এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের মহাপুলিশ পরিদর্শককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ডিবিসি/আরএসএল