উত্তর সিকিমের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতে আটকে পড়া ২৮ জন পর্যটককে প্রতিকূল পরিস্থিতির হাত থেকে সফলভাবে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। গত মঙ্গলবার জিরো পয়েন্ট বা ইউমেসামডং এলাকায় এই পর্যটকরা আটকা পড়েছিলেন
দীর্ঘ ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা যৌথ অভিযানের পর গত বুধবার (২৮ জনুয়ারি) তাদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং ৮ জন নারী ও শিশু রয়েছেন।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫ হাজার ৩০০ ফুট উচ্চতায় অবস্থিত জিরো পয়েন্টে গত মঙ্গলবার থেকে বৃষ্টির সঙ্গে তুষারপাত শুরু হয়। এর ফলে লাচুং, লাচেন, ইয়ুমথাং ভ্যালি এবং গুরুদংমার হ্রদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। কনকনে ঠান্ডার পাশাপাশি রাস্তার ওপর জমে থাকা স্বচ্ছ বরফের পাতলা আস্তরণ বা ‘ব্ল্যাক আইস’-এর কারণে পথঘাট অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে।
দৃশ্যমানতা কম থাকায় এবং রাস্তা মরণফাঁদে পরিণত হওয়ায় পর্যটকদের তিনটি গাড়ি মাঝপথে আটকে যায়। বিপত্তি বুঝে পর্যটকদের গাড়ির চালকরা দ্রুত সেনাবাহিনীর ‘ত্রিশক্তি কর্পস’-এর কাছে সাহায্যের আবেদন জানান। খবর পাওয়ামাত্রই উদ্ধারে নামে সেনাবাহিনী, সিকিম পুলিশ, বর্ডার রোড অর্গানাইজেশন এবং লাচুং হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যরা।
জওয়ানরা পর্যটকদের উদ্ধার করে প্রথমে একটি শিবমন্দিরে এবং পরবর্তীকালে আর্মি রেসকিউ ক্যাম্পে নিয়ে যান। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা, আহার ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া পর্যটকরা বর্তমানে সুস্থ রয়েছেন এবং বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তাদের গ্যাংটকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
সূএ: আল জাজিরা
ডিবিসি/টিবিএ