উত্তর পূর্ব ভারতে বর্ষা শুরু হতেই ভয়াবহ ধসের কবলে পড়লো ভারতের সিকিম। অবিরাম বৃষ্টির জেরে দক্ষিণ সিকিমের নামচি জেলার ইয়াংগাং সাব ডিভিশনের মাজুয়া বস্তিতে ভূমিধসের কারণে মৃত্যু হয়ছে তিনজনের।
সিকিম প্রশাসন জানিয়েছে, প্রবল বৃষ্টির জেরে নামা পাহাড়ী ধসে গ্রামের ৮টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে অন্যদিকে সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচে এখনও অনেকে চাপা পড়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। এনডিটিভির তথ্য।
নামচি জেলাশাসক অন্নপূর্ণা আলে জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধারকাজে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। তবে খারাপ আবহাওয়ার জন্য পদে পদে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। ধসের জেরে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে একাধিক এলাকা। ইয়াংগাং সাব ডিভিশনের প্রতিটি গ্রামের খুব ভয়াবহ অবস্থা। বৃষ্টির পানিতে রাস্তা ঢেকে গিয়েছে। অতিরিক্ত বৃষ্টির জেরে তেনটেক খোলা ও মাখায় দিখু থেকে সিংতাম রোড বন্ধ হয়ে গেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে রাস্তা সারাইয়ের কাজ চলছে।
মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং দুর্গতদের সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
দক্ষিণবঙ্গে বর্ষা এখনও প্রবেশ না করলেও উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে মৌসুমি বায়ু। উত্তর-পূর্ব ভারতের সিকিমেও হয়েছে ভারী বর্ষণ। সোমবারও সিকিমে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং-সহ উত্তরের জেলাগুলোতে।
ডিবিসি/ এসএইচ