আন্তর্জাতিক, অন্যান্য

সিডনিতে বন্দুক হামলায় মাথায় গুলি লাগার পরও প্রাণে বাঁচলেন তরুণ পুলিশ অফিসার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিডনির বন্ডাই বিচে হনুকা উৎসবে ভয়াবহ হামলায় মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তরুণ পুলিশ কর্মকর্তা জ্যাক হিবার্ট। মাত্র ২২ বছর বয়সী এই প্রবেশনারি কনস্টেবল পুলিশ বাহিনীতে যোগদানের মাত্র চার মাসের মধ্যেই এই হামলার শিকার হন।

হামলার ঘটনায় জ্যাকের মাথা এবং কাঁধে গুলি লাগে। গুরুতর এই জখমের ফলে তিনি তার একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তবে তার পরিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং বর্তমানে বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন।

 

পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘পরিবার হিসেবে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই বিশেষ করে ক্রিসমাসের আগে জ্যাককে বাড়িতে ফিরে পাওয়া আমাদের কাছে সত্যিকার অর্থেই এক অলৌকিক ঘটনার (মিরাকল) মতো।’ তারা সাধারণ মানুষের অভূতপূর্ব সমর্থন এবং মেডিকেল স্টাফদের একনিষ্ঠ সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

পারিবারিক সূত্রে আরও জানানো হয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পরও জ্যাক উৎসবে উপস্থিত মানুষদের সাহায্য করা থামাননি। শরীর যতক্ষণ সায় দিয়েছে, ততক্ষণ তিনি মানুষকে বাঁচাতে চেষ্টা করেছেন। সহকর্মীরা জানিয়েছেন, বিপদের সময় তিনি পিছিয়ে না গিয়ে বরং বিপদগ্রস্ত মানুষের দিকেই এগিয়ে গিয়েছিলেন।

 

উল্লেখ্য, বন্ডাই বিচে হনুকা উৎসব চলাকালীন দুই বন্দুকধারী গুলি চালালে ১৫ জন নিহত এবং ৪০ জনেরও বেশি মানুষ আহত হন। এই ঘটনায় আহত অপর পুলিশ সদস্য, ২৫ বছর বয়সী কনস্টেবল স্কট ডাইসন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

 

এনএসডব্লিউ পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন জ্যাক হিবার্টকে একজন ‘ইতিবাচক তরুণ’ হিসেবে অভিহিত করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে পুরোপুরি সুস্থ হওয়ার পর তাকে বাহিনীর পক্ষ থেকে উপযুক্ত দায়িত্ব দেওয়া হবে।

 

পুলিশের তদন্তে উঠে এসেছে, হামলাকারীরা ইসলামিক স্টেট মতাদর্শে অনুপ্রাণিত হয়ে এই পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালিয়েছিল। মূল অভিযুক্ত ২৪ বছর বয়সী নাভেদ আকরামের বিরুদ্ধে ১৫টি হত্যা ও সন্ত্রাসবাদসহ মোট ৫৯টি অভিযোগ আনা হয়েছে। অপর হামলাকারী, নাভেদের বাবা সাজিদ আকরাম ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন। আদালতের নথিপত্র অনুযায়ী, হামলাকারীরা দীর্ঘ কয়েক মাস ধরে সতর্কতার সঙ্গে এই হামলার পরিকল্পনা করেছিল।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন