আন্তর্জাতিক, অন্যান্য

সিডনিতে বহু মানুষের জীবন বাঁচানো আহমেদকে ইহুদি দাবি করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ার বন্ডি বিচে বন্দুকধারীকে পরাস্ত করে বহু মানুষের প্রাণ বাঁচানো আহমেদ আল আহমেদকে শুরুতে ‘ইহুদি’ হিসেবে দাবি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আহমেদের এই কাজকে ‘ইহুদি বীরত্ব’ হিসেবেও আখ্যায়িত করেন। তবে আহমেদ একজন ধর্মপ্রাণ মুসলিম এ তথ্য জানার পর নিজের বক্তব্য সংশোধন করে নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। খবর মিডল ইস্ট আইয়ের।

রোববার (১৪ই ডিসেম্বর) ইসরায়েলের উগ্রপন্থী জাতীয়তাবাদী চ্যানেল ১৪ এ হিব্রু ভাষায় দেয়া এক ভাষণে নেতানিয়াহু এই মন্তব্য করেন। আহমেদের পরিচয় নিশ্চিত না হয়েই তিনি বলেন, ‘আমি একজন ইহুদির ভিডিও দেখেছি। ওই ব্যক্তি হত্যাকারীদের একজনকে ঝাপটে ধরে অস্ত্র কেড়ে নিয়েছিলেন এবং না জানি তিনি কতগুলো জীবন বাঁচিয়েছিলেন।’

 

পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে নেতানিয়াহু বলেন, ‘আমরা একজন সাহসী মানুষের কাজ দেখেছি। পরে জানা গেল তিনি একজন সাহসী মুসলিম। আমি তাকে স্যালুট করি, যিনি সন্ত্রাসীদের একজনকে নিরপরাধ ইহুদিদের হত্যা করা থেকে বিরত রেখেছিলেন।’

 

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৪৩ বছর বয়সী আহমেদ সিরিয়ায় জন্মগ্রহণকারী একজন ফল ব্যবসায়ী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোলাগুলি শুরুর পর তিনি একটি গাড়ির আড়ালে লুকিয়ে ছিলেন। পরে সাহস সঞ্চয় করে পেছন দিক থেকে দৌড়ে গিয়ে বন্দুকধারীর গলা চেপে ধরেন এবং অস্ত্র ছিনিয়ে নেন। এ ঘটনায় দ্বিতীয় হামলাকারীর গুলিতে দুবার বিদ্ধ হয়েও তিনি দমে যাননি।

 

আহমেদকে ‘মানবতার সর্বোত্তম উদাহরণ’ হিসেবে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেস। তিনি বলেন, ‘২৪ ঘণ্টা আগের সন্ত্রাসী হামলায় আমরা মানবতার সবচেয়ে নিকৃষ্ট রূপ দেখেছি। কিন্তু একইসঙ্গে আমরা আহমেদ আল আহমেদের মধ্যে মানবতার সর্বোত্তম উদাহরণও দেখেছি। নিজের জীবন ঝুঁকিতে ফেলে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন।’

 

সূত্র: মিডল ইস্ট আই

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন