সিনিয়র ডিভিশন ফুটবল লিগের ফাইনাল ম্যাচ শেষ হলেও বিতর্ক থামছে না। যাত্রাবাড়ি ক্রীড়াচক্র ও মহাখালী একাদশের মধ্যকার ফাইনালে ম্যাচ পাতানোর প্রবল গুঞ্জন উঠেছে।
ম্যাচে একপেশে স্কোরলাইন, যাত্রাবাড়ি ক্রীড়াচক্রের একচেটিয়া আধিপত্য এবং প্রতিপক্ষ মহাখালী একাদশের খেলোয়াড়দের সন্দেহজনক পারফরম্যান্স এই অভিযোগকে উস্কে দিয়েছে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালের ফলাফল ও মাঠের ঘটনা লিগ সংশ্লিষ্ট কর্তাদেরও চিন্তিত করে তুলেছে। লিগ কমিটি জানিয়েছে, ম্যাচ পাতানোর অভিযোগটি তারা গুরুত্বের সাথে খতিয়ে দেখবে।
এ বিষয়ে মহানগর লিগ কমিটির চেয়ারম্যান সাব্বির আরেফ বলেন, ‘ম্যাচ পাতানো হয়েছে নাকি স্রেফ গুঞ্জন, তা তদন্তে হয়তো উঠে আসবে। তদন্তের কাজটা আরও সহজ হতো যদি ফাইনাল সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকতো। দেশের ঘরোয়া ফুটবল নিয়ে আরও কাজ করার জায়গা আছে বাফুফের; সিনিয়র ডিভিশন ফুটবল লিগের ফাইনাল যেন সেই বার্তাই দিয়ে গেল।’
ডিবিসি/এনএসএফ