সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিকে বাজার পরিস্থিতি কিছুটা নিম্নমুখী থাকলেও সিন্ডিকেট আবারও সক্রিয় হওয়ায় জনগণের ভোগান্তি বাড়ছে। সপ্তাহের ব্যবধানে রাজধানীতে পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম আবারও বেড়েছে। অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
রাজধানীর খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আদার দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। মসুর ডালের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৫৫ থেকে ১৬০ টাকায় দাঁড়িয়েছে।
সবজির বাজারও বেশ চড়া। করলা, কাঁকরোল, বরবটি ও বেগুনসহ বেশিরভাগ সবজিই এখন ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমদানি করা টমেটোর কেজি ১৮০ টাকা।
এ সপ্তাহে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ থেকে ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। ডিমের দাম হালিতে ৫ টাকা বেড়েছে; ফার্মের মুরগির লাল ডিম প্রতি হালি ৪৮ টাকা এবং সাদা ডিম ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে ইলিশসহ অন্যান্য মাছের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
ক্রেতাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাজারে যে স্বস্তি ফিরে এসেছিল, তা এখন আর নেই। তারা বলছেন, কঠোর তদারকির অভাবে নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয়। এই অবস্থা চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
ডিবিসি/এএমটি