বাংলাদেশ, জেলার সংবাদ

সিরাজগঞ্জে অসময়ে দেখা দিয়েছে নদী ভাঙন

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিরাজগঞ্জের যমুনা নদীতে অসময়ে দেখা দিয়েছে ভাঙন। আকস্মিক ভাঙনে গত কয়েকদিনে নদী গর্ভে বিলীন হয়েছে ভাটপিয়ারীসহ আশপাশের গ্রামের কয়েক বিঘা ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা। এমন পরিস্থিতিতে ভাঙনকবলিত নদীপাড়ের মানুষের দাবি স্থায়ী বাঁধ নির্মাণের।

সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে এমন তথ্য উঠে এসেছে। সরেজমিনে দেখা যায়, বর্ষার আগেই হঠাৎই ভাঙছে যমুনা নদী। সিরাজগঞ্জের সদর উপজেলার নদী তীরবর্তী ভাটপিয়ারীসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে অব্যাহত রয়েছে ভাঙন। নদীর পূর্বদিকে চর জেগে ওঠায় ক্যানেল সৃষ্টি হয়ে স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ে।
 

খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ৩ কিলোমিটার এলাকার কয়েক বিঘা ফসলি জমি, রাস্তা ঘাট, গাছপালা।  এরই মধ্যে নদীর ভাঙন পশ্চিম তীর রক্ষা বাঁধের কাছে এসে পড়েছে।

 

স্থানীয়রা স্থায়ী বাঁধ নির্মাণ করে ফসলি জমি ও বিভিন্ন স্থাপনাসহ ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। অপরদিকে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নোয়ার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে আতঙ্কিত হবার কিছু নেই।

 

সংশ্লিষ্টরা বলছেন, ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের অভ্যন্তরে থাকা ভাটপিয়ারী, শিমলা, পাঁচঠাকুরীসহ বেশ কয়েকটি গ্রাম।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন