বাংলাদেশ, জেলার সংবাদ

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখন্দ হাটখোলা এলাকায় নিজ বসতঘরেই এই ঘটনাটি ঘটে। নিহত জাহেরা বেগম ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী ছিলেন।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জাহেরা বেগম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘরটির বেড়া ছিল টিনের তৈরি। ধারণা করা হচ্ছে, টিনের বেড়ার নিচের কোনো ফাঁকা অংশ দিয়ে একটি শিয়াল ঘরের ভেতর ঢুকে পড়ে। শিয়ালটি ঘুমন্ত অবস্থায় বৃদ্ধা জাহেরা বেগমের ওপর আক্রমণ করে এবং তাকে কামড় দেয়।

 

নিহত জাহেরা বেগমের ছেলে আল মাহমুদ জানান, শিয়ালের কামড়ে তার মা গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার উন্নতি না হলে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। পরিস্থিতি সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে জাহেরা বেগমকে শিয়ালে কামড় দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পর তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন