সিরাজগঞ্জ-২ নির্বাচনী এলাকার বহুলীতে নির্বাচনী মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যায় বহুলী ইউনিয়নের ডুমুরইছা বাজারে এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, সন্ধ্যায় ডুমুরইছা বাজারে বিএনপির একটি নির্বাচনী মিছিল বের হয়। এসময় জামায়াতের একটি মিছিল থেকে অতর্কিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে তাদের ৫-৬ জন কর্মী আহত হন।
আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছে জেলা জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম জানান, জামায়াতের মিছিলে পেছন দিক থেকে বিএনপি কর্মীরাই প্রথমে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং দুই পক্ষেরই কয়েকজন আহত হন।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিমুল তালুকদার জানান, সংঘর্ষের ঘটনায় আহত বেশ কয়েকজন বিএনপি কর্মীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ডিবিসি/এমইউএ