সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানার বিরুদ্ধে এক ব্যবসায়ীর ২৩ লাখ ২১ হাজার টাকা মূল্যের ১৩ হাজার ৯৫০ কেজি পাম অয়েল আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আদর্শ গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সাদিকুল ইসলাম।
অভিযোগে বলা হয়, গত ২১শে নভেম্বর বিকেলে পুলিশ ৭৫ ড্রাম পাম অয়েলসহ একটি ট্রাক আটক করে।
ওসি মাসুদ রানা উপযুক্ত প্রমাণ দেখালে তেল ফেরত দেওয়ার আশ্বাস দিলেও পরে জানান, তেল ও ট্রাক আদালতের জিম্মায় দেওয়া হয়েছে। কিন্তু ২৫শে নভেম্বর আদালতে খোঁজ নিয়ে জানা যায়, শুধু ট্রাকটি জমা দেওয়া হয়েছে, তেলের কোনো হদিস নেই।
এ ঘটনায় ওসি ও এক এসআই-এর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ওই ব্যবসায়ী। তবে ওসি মাসুদ রানা অভিযোগ অস্বীকার করেছেন।
ডিবিসি/ এইচএপি