তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কাল (২৮শে মে) স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে লোহারের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে নজর লিটন বাহীনির। কোচ ফিল সিমন্স জানালেন ভালে ক্রিকেট খেলার এটাই সেরা সময়। ঘাম ঝড়িয়েছে পাকিস্তান দলও।
সকল শঙ্কা কাটিয়ে তিন ম্যাচের টি-টেয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে গেছে বাংলাদেশ দল। রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে। প্রথম ম্যাচ সামনে রেখে প্রথমবারের মতো লাহোরে ঘাম ঝড়িয়েছে টাইগাররা। ভলিবল দিয়ে হালকা গা গরম করে নেটে ব্যস্ত সময় পার করেন তানজিম সাকিব, জাকের আলী, শরীফুল, হাসান মাহমুদরা। নেটে দীর্ঘ সময় ব্যাটিং করেন অধিনায়ক লিটন দাস।
টাইগারদের হেড কোচ ফিল সিমন্স জানিয়েছেন পাকিস্তানে ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছে দল। বাবর, রিজওয়ানরা না থাকলেও, পাকিস্তান দলকে মোটেও হালকা ভাবে নিচ্ছেন না ফিল সিমন্স।
অনুশীলন করেছে স্বাগতিকরাও। ফ্লাড লাইটেরর আলোতে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফখর জামান, হাসান আলীরা। নিজেদের কন্ডিশনেও বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষই মানছেন পাকিস্তানের কোচ মাইক হ্যাসন। জানিয়েছেন খেলতে চান আধুনিক ক্রিকেট।
আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে সেখান থেকেই পাকিস্তান গেছে টাইগাররা। পিএসএলের ফাইনাল শেষে দলের সাথে যোগ দিয়েছেন রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।
ডিবিসি/এনএসএফ