সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মাঠে নামবে আজ। তিন ম্যাচের এ সিরিজে উভয় দলই এক ম্যাচ করে জয় পাওয়ায় মূলত তৃতীয় ম্যাচটি অঘোষিত ফাইনাল হিসেবে ক্রিকেটপ্রেমিদের কাছে ধরা দিয়েছে। পাশাপাশি গত কয়েক বছর ধরে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের খেলা অনেক বেশি জমে উঠে। তাই দর্শকদের কাছে বেশ আগ্রহের জায়গা দখল করে রেখেছে আজকের ম্যাচটি।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের বাইরেও আরও বেশ কিছু খেলা টিভির পর্দায় দেখা যাবে। সব মিলিয়ে আজ সারাদিনের খেলার সূচি নিচে তুলে ধরা হলো।
৩য় ওয়ানডে
বাংলাদেশ–শ্রীলঙ্কা
সকাল ১০টা, গাজী টিভি ও টি স্পোর্টস
ঢাকা প্রিমিয়ার লিগ
লিজেন্ডস অব রূপগঞ্জ–রূপগঞ্জ টাইগার্স
সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল
মোহামেডান–গাজী গ্রুপ
সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল
গাজী টায়ার্স–পারটেক্স
সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল
৩য় টি–টোয়েন্টি
আফগানিস্তান–আয়ারল্যান্ড
রাত ১০টা, ইউরোস্পোর্ট
পাকিস্তান সুপার লিগ
ফাইনাল
মুলতান সুলতানস–ইসলামাবাদ ইউনাইটেড
রাত ১০টা, পিটিভি স্পোর্টস ও টি স্পোর্টস