আন্তর্জাতিক

সিরিয়ার ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১লা জুলাই ২০২৫ ০৯:২৩:৫১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞার জাল ছিন্ন করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের ছয় মাসেরও বেশি সময় পর এই পদক্ষেপ নেওয়া হলো, যা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিনিয়োগের পথ খুলে দেবে বলে মনে করা হচ্ছে।

মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্পের সোমবারের আদেশটি "সিরিয়ার উন্নয়ন, সরকারের কার্যক্রম পরিচালনা এবং দেশটির সামাজিক কাঠামো পুনর্গঠনের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে" নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেবে।

 

সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ ছিল, যার কিছু ২০১১ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই কার্যকর ছিল। আসাদ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে এই ব্যাপক নিষেধাজ্ঞা কর্মসূচি আরোপ করা হয়েছিল, যা দেশটির পুনর্গঠন প্রচেষ্টা ব্যাহত করে এবং অর্থনীতিকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে যায়।

 

প্রেসিডেন্ট ট্রাম্প গত মে মাসে মধ্যপ্রাচ্য সফরের সময় সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সোমবার (৩০শে জুন) এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "যুক্তরাষ্ট্র এমন একটি সিরিয়াকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ যা স্থিতিশীল, ঐক্যবদ্ধ এবং নিজের ও প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকবে।"

 

তিনি আরও বলেন, "একটি ঐক্যবদ্ধ সিরিয়া, যা সন্ত্রাসী সংগঠনগুলোকে নিরাপদ আশ্রয় দেবে না এবং তার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে, তা এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধি জোরদার করবে।"

 

তথ্যসূত্র আল জাজিরা।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন