ভয়াবহ হামলায় কেঁপে উঠেছে সিরিয়ার রাজধানী দামেস্ক। বুধবার (১৬ই জুলাই) দেশটির সেনা সদরদপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সেনা সদরদপ্তরটির অবস্থান সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসের কাছেই। এ ঘটনায় এখনো পর্যন্ত ৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।
সিরিয়ায় সুয়েইদা শহরে দ্রুজ জাতিগোষ্ঠী এবং বেদুঈন জাতিগোষ্ঠীর মধ্যে গত কয়েকদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এ সংঘর্ষ থামাতে শহরটিতে প্রবেশ করে সিরিয়ার সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তারা ট্যাংক ও অন্যান্য ভারী অস্ত্র নিয়ে আসে।
তবে ইসরায়েল হুমকি দেয় সুয়েইদা শহর থেকে সিরিয়ার সেনাবাহিনীকে চলে যেতে হবে। ইসরায়েল অভিযোগ করে, দ্রুজ জাতিগোষ্ঠীর ওপর সিরীয় সেনারা অত্যাচার চালাচ্ছে। যা তারা করতে দেবে না। এমন অজুহাত দেখিয়ে সেনা সদরদপ্তরে হামলা চালাল তারা। দ্রুজ সম্প্রদায়ের অনেক মানুষ সিরিয়ার দখলদকৃত ইসরায়েলি ভুখণ্ডে বাস করেন।
বুধবার সেনা সদরদপ্তরে প্রথমে ছোট একটি হামলা চালায় ইসরায়েল। এরপর সেখানে ব্যাপক বোমা হামলা শুরু করে তারা। সিরিয়ায় দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটি বলেছে, সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর শান্তি ফেরানোর যে সুযোগ তৈরি হয়েছে সেটি ইসরায়েল নষ্ট করছে।
এদিকে, চলমান উত্তেজনা কমানোর সমস্ত গুঞ্জন এবং যুদ্ধবিরতির সম্ভাবনাকে এক কথায় নাকচ করে দিয়েছেন সেখানকার শীর্ষ দ্রুজ নেতা শেখ হিকমত আল-হিজরি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সিরীয় সরকারের সাথে কোনো ধরনের সমঝোতা বা আলোচনার প্রশ্নই ওঠে না এবং তাঁদের লড়াই চলবে। এক বিবৃতিতে আল-হিজরি বলেন, "আমরা আস-সুইদা প্রদেশের সমগ্র ভূখণ্ড মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করছি।"
ডিবিসি/এমএআর