আন্তর্জাতিক, এশিয়া

সিরিয়ায় মার্কিন বিমান বাহিনীর ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিরিয়ায় কট্টর ইসলামপন্থি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।

গতকাল শনিবার (১০ জানুয়ারি) মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

 

বিবৃতি অনুযায়ী, শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোররাত পর্যন্ত সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আইএসের সাথে সম্পর্কিত শতাধিক লক্ষ্যবস্তুতে একযোগে বিমান হামলা চালানো হয়। সেন্টকোম জানিয়েছে, সিরিয়ায় মার্কিন বাহিনীর শুরু করা 'অপারেশন হকআই' (Operation Hawkeye) নামক সামরিক অভিযানের অংশ হিসেবেই এই বিশাল মিশনটি পরিচালনা করা হয়েছে।

 

সেন্টকোমের পক্ষ থেকে অভিযানের বিস্তারিত জানানো হলেও, এই হামলায় আইএসের কতজন সদস্য নিহত বা আহত হয়েছে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এছাড়া কোন কোন সুনির্দিষ্ট স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়েও গোপনীয়তা বজায় রাখা হয়েছে।

 

উল্লেখ্য, সিরিয়ায় ২০১৪ সালে বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে চলা গৃহযুদ্ধের সুযোগে আইএসের উত্থান ঘটেছিল। একসময় সিরিয়া ও ইরাকের বিশাল ভূখণ্ড দখল করে খেলাফত বা নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল এই গোষ্ঠীটি। বর্তমানে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং রুশ বাহিনীর অব্যাহত অভিযানের ফলে আইএসের শক্তি অনেকটাই কমে এসেছে এবং তারা তাদের পূর্বের ভূখণ্ডের মাত্র এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে। বিশ্লেষকদের ধারণা, অচিরেই তারা এই নিয়ন্ত্রণও হারাবে।

 

বর্তমানে সিরিয়ায় প্রায় ১ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। চলতি ডিসেম্বরের শুরুতে পালমিরা শহরে আইএসের এক হামলায় ২ মার্কিন সেনা এবং একজন দোভাষী নিহত হওয়ার পর এই অভিযানের সূচনা হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই 'অপারেশন হকআই' মূলত আইএসের হামলার একটি কড়া প্রতিশোধমূলক পাল্টা পদক্ষেপ এবং এটি অব্যাহত থাকবে।

 

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন