আন্তর্জাতিক

সিরিয়ায় ১৬ ঘণ্টা গভীর কূপে আটকে থাকার পর ৪ বছরের শিশু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই আগস্ট ২০২৫ ১১:৪৪:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উত্তর সিরিয়ায় একটি গভীর কুয়ার ভেতর থেকে প্রায় ১৬ ঘণ্টা আটকে থাকার পর ৪ বছর বয়সী এক শিশুকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। এর মাত্র কয়েকদিন আগেই সিরিয়ায় একই ধরনের আরেকটি উদ্ধারের ঘটনা ঘটেছিল। ফলে ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে।

গালফ নিউজ জানিয়েছে, আলি সালেহ আবদি নামের শিশুটি বুধবার তার বাবার সাথে ঘুরতে গিয়ে তুরস্ক সীমান্তের কাছে তাল আবিয়াদ শহরে ৫০ মিটার গভীর একটি কুয়ায় পড়ে যায়। এক সপ্তাহের মধ্যে এটি সিরিয়ায় কূপ থেকে শিশু উদ্ধারের দ্বিতীয় ঘটনা।

 

খবর পেয়ে স্থানীয় উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা কূপের ভেতরে একটি ক্যামেরা ও যোগাযোগ ডিভাইস নামিয়ে দেন। এর মাধ্যমে উদ্ধারকারীরা শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করেন, তার সাথে কথা বলেন এবং তাকে পানি ও সামান্য খাবার সরবরাহ করেন। প্রতিবেদন অনুযায়ী, কূপের ভেতরে শিশুটি শ্বাসকষ্টে ভুগছিল।

 

প্রথমে অন্য একটি শিশুকে কূপের ভেতরে নামিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে উদ্ধারকারীরা কূপটির সমান্তরালে আরেকটি খাদ খনন করে শিশুটির কাছে পৌঁছানোর পরিকল্পনা করেন। কয়েক ঘণ্টার অভিযানের পর শিশুটিকে সফলভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন